ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন মুজিব

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন মুজিব

রাইজিংবিডি ডেস্ক : মুক্তিযুদ্ধের উপন্যাস ‘জয় বাংলা’র জন্য এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার-২০১৭ পেয়েছেন কবি মুজিব ইরম।

গত শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শিশু সাহিত্যিক ও ফোকলোর গবেষক শামসুজ্জামান খান, শিশু সাহিত্যিক আলী ইমাম, শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।

মুজিব ইরম আরো কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার পেয়ছেন। ‘মুজিব ইরম ভনে শোনে কাব্যবান’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প পুরস্কার-১৯৯৬। বাংলা কবিতায় সার্বিক অবদানের জন্য পেয়েছেন সংহতি সাহিত্য পদক-২০০৯ ও কবি দিলওয়ার সাহিত্য পুরস্কার-২০১৪। ‘কবিবংশ’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০১৪। ‘শ্রীহট্টকীর্তন’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৬। সম্প্রতি পেয়েছেন বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার-২০১৭।

মুজিব ইরমের জন্ম মৌলভীবাজার জেলার নালিহুরী গ্রামে। পড়াশোনা করেছেন সিলেট, ঢাকা ও যুক্তরাজ্যে।




রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়