ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এ্যাপোলোর ‘প্রিয় বিরোহিণী’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এ্যাপোলোর ‘প্রিয় বিরোহিণী’

বিনোদন প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইমামুল বাকের এ্যাপোলো। অনেক দিন ধরেই গানের চর্চা করেন তিনি। এবারই প্রথম শ্রোতাদের জন্য ‘প্রিয় বিরোহিণী’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন এই কণ্ঠশিল্পী। গানটির কথা ও সুর করেছেন আহমেদ নীল। সংগীতায়োজন করেছেন রুপক।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম। এটি পরিচালনা করেছেন ইমামুল বাকের এ্যাপোলো। এতে অভিনয় করেছেন মেহেদী হাসান রুমী, আসমা উল হুসনা শতাব্দী। গতকাল সোমবার রাফ খাতা নামে ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে এ্যাপোলো বলেন, ‘সকল সাম্প্রদায়িকতা ভুলে মানুষ হয়ে ওঠার আহ্বান রয়েছে মিউজিক্যাল ফিল্মের গল্পে। এছাড়া বিচ্ছেদের আক্ষেপ তো থাকছেই। আশা করি, সবার ভালো লাগবে।’

মিউজিক্যাল ফিল্মের গল্প, ক্যামেরা ও সম্পাদনা করেছেন আসাদুজ্জামান রাব্বি। সার্বিক সহযোগিতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনতারা তন্বী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ্ বাকী। এছাড়া শান্তনু আদিব, অয়ন, মণিকা, হিমাংশু মিত্রাসহ অনেকে।

দেখুন : ‘প্রিয় বিরোহিণী’ গানটি।




রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়