ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে : খাদ্যমন্ত্রী

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাভার : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

রোববার দুপুরে সাভারের ঝাউচর এলাকায় এক সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সাথে জোট করে দেশে অরজকতা সৃষ্টি করে অবৈধ পথে ক্ষমতায় আসার লোভ দেখছে। কিন্তু তাদের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না।’

বিএনপি আজ নেতৃত্ব শূন্য হয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির সাথে দেশের কোনো মানুষ নেই, তাদের সাথে রয়েছে সন্ত্রাসী ও খুনিরা। তাদের দেশ থেকে বিতারিত করে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে।’

ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মানা হবে না জানিয়ে মন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। দেশের কোনো অপশক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ জানে, আন্দোলন কীভাবে দমন করতে হয়।’

তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সুধী সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজাসহ আরো অনেকে।

 

 

 

রাইজিংবিডি/সাভার/২৮ অক্টোবর ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়