ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সংলাপ আলোর দিশারী : জাপা মহাসচিব

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৩০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংলাপ আলোর দিশারী : জাপা মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, মেঘাচ্ছন্ন রাজনীতিতে সংলাপ আলোর দিশারী। সংলাপ জাতীয় সমস্যা সমাধানের সঠিক পথ, আশার স্থল। ফলাফল নির্ভর করে অংশ নেওয়া উভয় পক্ষের আন্তরিকতার ওপর। সংলাপের পবিত্রতা উভয় পক্ষকেই রক্ষা করতে হবে। তাহলেই সংলাপ সমাদৃত হবে।

মঙ্গলবার জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের প্রধান শরীক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব এম এ মতিন, যুগ্ম মহাসচিব সওম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান কাদেরী, যুগ্ম মহাসচিব এম এ মোমেন, আব্দুল মতিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে সংশয় হতেই পারে। আষাঢ় মাসে যেমন ঝড় বৃষ্টি আসে তেমনি জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির আকাশ মেঘলা হয়। ডায়ালগ আকাশের মেঘ ভেদ করে আলোর সন্ধান দিতে পারে। মানুষের প্রত্যাশা পূরণে আশার আলো সৃষ্টি হতে পারে। সবাইকে সহনশীলতার সঙ্গে একটি মর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

ইসি শক্তিশালী হলে সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন সম্ভব : জাপা
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বলেছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে ও স্বাধীনতা দেওয়া হলে বর্তমান সংবিধান অনুযায়ীই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তিনি বলেন, ‘জনগণের মৌলিক অধিকার ভোট। যদি কোনো বড় দল নির্বাচনে অংশ না নেয় সেক্ষেত্রে আমরা মনে করি তারা দেশবাসীকে পরোক্ষভাবে ভোট না দেওয়ার জন্য ইঙ্গিত দেন।’

মঙ্গলবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে তেজগাঁও জাপার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিশতি বলেন, ‘প্রতিটি জাতীয় নির্বাচনের পূর্বে নানা ধরণের মেরুকরণ হয়। কিন্তু জনভিত্তি না থাকলে কোনো মেরুকরণই কাজে আসে না। ভোটে জয়লাভ করতে হলে জনগণের কাছে যেতে হবে। জ্বালাও-পোড়াও এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লোটা যায়, জনগণের আস্থা অর্জন করা যায় না।’

স্থানীয় জাপা নেতা হাজী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল বারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল, মিজানুর রহমান মিরু, আলী হোসেন, শামসুল হক কাবা, নুরুল আমিন মিয়াজি, সুলতান উদ্দিন তপন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ