ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নেইমার রিয়ালে যোগ দিলে কষ্ট পাবেন না ইনিয়েস্তা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমার রিয়ালে যোগ দিলে কষ্ট পাবেন না ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা ছেড়ে গেল বছর ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার দ্য সিলভা। এক সময় নেইমারের সতীর্থ ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তিনিও বার্সেলোনা ছেড়ে পাড়ি দিয়েছেন জাপানে। মঙ্গলবার ইনিয়েস্তা জানিয়েছেন কোনো একদিন নেইমার যদি রিয়াল মাদ্রিদে যোগ দেয় তাহলে বিষয়টিতে তিনি কষ্ট পাবেন না।

ইনিয়েস্তা বলেন, ‘নেইমার যদি রিয়ালে যোগ দেয় তাহলে আমি কষ্ট পাব না। কারণ, এগুলো এমনই একটা সিদ্ধান্ত একবার নিয়ে নিলে হয়ে যায়। মাদ্রিদ যেকোনো একজন ইউনিক খেলোয়াড়কে দলে ভিড়িয়ে তাদের শক্তিমত্তা বাড়াতে চাইবে। বার্সেলোনার ইউনিক খেলোয়াড় আছে। কাতালানদের এমন সব খেলোয়াড় আছে যারা সবগুলো শিরোপা জেতার সামর্থ রাখে। এই বছরও বার্সা তাদের শক্তিমত্তা বাড়িয়েছে। বিশেষ করে ফিলিপে কুতিনহোকে দলে ভিড়িয়ে। ইতিমধ্যে সে বার্সায় নিজেকে মানিয়ে নিয়েছে। সব মিলিয়ে আমি মনে করি বার্সেলোনা খুবই শক্তিশালী দল।’

রিয়াল মাদ্রিদে নেইমার যোগ দিলে কষ্ট পাবেন না ইনিয়েস্তা। তবে বার্সায় নেইমারের ফিরে আসার ব্যাপারেও তিনি সন্দিহান। তিনি মনে করছেন নেইমারের বার্সায় ফেরার পথটা সহজ নয়, ‘আমি মনে করি নেইমারের বার্সায় ফেরাটা কঠিন। অবশ্যই নেইমার বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার হওয়ার চেষ্টায় আছে। তার পারফরম্যান্স দিয়ে সে এগিয়ে যাচ্ছে। যেকোনো দলে যোগ দিলেই সে পার্থক্য গড়ে দিতে পারবে। কিন্তু বার্সায় তার ফেরার পথটা সহজ নয়।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়