ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় পাঠানো হবে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় পাঠানো হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচারের জন্য সংশোধিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন’ মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে বুধবার সকালে সচিবালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তাকে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচারের আইন সংশোধন কোন পর্যায়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন তৈরি করে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়েছিলাম। ক্যাবিনেট ডিভিশন লেজিসলেটিভ ভাষা আরেকটু সংশোধন করার জন্য বলেছে। আইনটি এখন আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আইনটি ক্যাবিনেট ডিভিশনে দ্রুত পাঠিয়ে দিতে। যাতে এটা মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকালে মহাজোট সরকারের নতুন মন্ত্রিসভার অধিকাংশ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপলগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়