ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দোষটা মূলত আমার : মাহমুদউল্লাহ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দোষটা মূলত আমার : মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : প্রথম আট ম্যাচের সাতটিতে হেরে কার্যত বিপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে খুলনা টাইটান্স। তবে তাদের সেরা চারে থেকে প্লে-অফে খেলার ভালো সম্ভাবনা ছিল বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন।

মিরপুরে মঙ্গলবার ১৮১ রানের পুঁজি নিয়েও রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরেছে খুলনা। দুই ওপেনার অ্যালেক্স হেলস ও ক্রিস গেইলের ফিফটি ও এবি ডি ভিলিয়ার্সের ২৫ বলে ৪১ রানের ক্যামিওতে রংপুর ম্যাচ জিতেছে তিন বল বাকি থাকতে।

রংপুরের উদ্বোধনী জুটি ভাঙতেই খুলনার লেগেছে আট ওভার। শুরুতে উইকেট নিতে পারলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘ব্যাটসম্যানরা আজকে ভালো ব্যাটিং করেছে। আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম তখন অন্তত এত সহজ উইকেট মনে হয়নি। কারণ ব্যাক অব লেংথের বলগুলো থেমে থেমে আসছিল। এই কারণে ১৮০ রান হওয়াতে বেশ আত্মবিশ্বাসী ছিলাম, বোলাররা শুরুতে উইকেট নিতে পারলে খেলা আমাদের দিকে আসতে পারত। দূর্ভাগ্যবশত আমরা দ্রুত উইকেট নিতে পারিনি।’

‘ওদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। সব বড় বড় তারকারা আছে। দিন শেষে ওটাই হয়েছে। ক্রিস (গেইল) সাধারণত এই ধরনের ব্যাটিং করে না আজকে যেটা করেছে। আজকে ১৮/১৯ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। হয়তো বা ক্রিসের উইকেটটা আমরা নিতে পারলে ম্যাচের ভিন্ন ফল হতে পারত। কিছু রান হলেও তার উইকেট বের করতে চাইছিলাম, কিন্তু কোনো সুযোগ আমরা বের করতে পারিনি।’

দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে খুলনা দলটা খারাপ নয়। তারপরও ভালো না করতে পারার কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক, ‘আমি যত বছর বিপিএল খেলছি, এত বড় তারকার দল নিয়ে খেলিনি। সব সময় অ্যাভারেজ দল নিয়ে খেলেছি। আমাদের দলে এবার বিদেশি, দেশি মিলিয়ে দারুণ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু দূর্ভাগ্যবশত কোনো বিভাগই একসঙ্গে ক্লিক করেনি। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয়নি। এই কারণেই আমরা ফল পাইনি।’

‘এর চেয়ে হয়তো খারাপ (কাগজে-কলমে) দল নিয়েও আমরা ভালো খেলেছি। কিন্তু এবার এর চেয়ে ভালো দল নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত আমরা ফল পাইনি। আপনারা হয়তো কাগজে-কলমে খুলনাকে এগিয়ে না রাখলেও আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এই দলটির সেরা চারে খেলার সম্ভাবনা ছিল।  আমি হয়তো ভালো লিড করতে পারিনি, ফ্র্যঞ্চাইজি যতখানি আশা করেছে আমার কাছ থেকে আমি দিতে পারিনি। দোষটা মূলত আমার।’



দলের পাশাপাশি এবার মাহমুদউল্লাহ নিজেও প্রত্যাশানুযায়ী খেলতে পারেননি। ফ্রাঞ্চাইজি লিগে এমন অবস্থার ভেতর দিয়ে তাকে আগে কখনো যেতে হয়নি বলেই জানালেন অফ স্পিনিং অলরাউন্ডার, ‘আমার ক্যারিয়ারের যতগুলো ফ্র্যাইঞ্চাজি লিগ খেলেছি, এখন পর্যন্ত এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাইনি। এখান থেকে হয়তো অনেক কিছু শিখতে পারব। আশা করি পরবর্তী সময়ে এগুলো মাথায় রেখে আরো ভালো খেলতে পারব।’

‘আমার জন্য এবং দলের জন্য এটা কঠিন একটা সময়। এই সময় অনেকে অনেকে ধরনের কথা বলবে এটাই তো স্বাভাবিক। এখন যেহেতু আমাদের সেরা চারে ওঠার সুযোগ নেই। এখন বাকি ম্যাচগুলো আমরা আমাদের দলের জন্য এবং ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি।’



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়