ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবার উপস্থাপক ও বিশ্লেষকের ভূমিকায় মরিনহো

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার উপস্থাপক ও বিশ্লেষকের ভূমিকায় মরিনহো

ক্রীড়া ডেস্ক : ডিসেম্বরে বরখাস্ত হন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো। এরপর আর কোনো ক্লাবে যোগ দেননি তিনি। তবে পর্তুগীজ এই কোচ রাশিয়ান টিভি চ্যানেল ‘আরটি’ (রাশিয়া টুডে) তে যোগ দিয়েছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো উপলক্ষ্যে সেখানে ৫৬ বছর বয়সী এই কোচ নিজেই একটি ফুটবল বিষয়ক শো উপস্থাপন ও বিশ্লেষণ করবেন। শো এর নাম ‘টাচলাইন উইথ হোসে মরিনহো’।যেটা শুরু হবে ৭ মার্চ থেকে।

এই অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে মরিনহো বলেছেন, ‘আমি আরটি চ্যানেলে ফুটবল নিয়ে কথা বলব। আমি আর কী করতে পারি বলে আপনি মনে করছেন?’

অবশ্য রাশিয়ান এই টিভি চ্যানেলে তিনি প্রথমবার কাজ করতে যাচ্ছেন না। এর আগে ২০১৮ বিশ্বকাপের সময়ও তিনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।আর ডিসেম্বরে ম্যানইউ তাকে বরখাস্ত করার পর কাতার ভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান বিইন স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

অবশ্য মরিনহোর মতো কোচ যে চাকরির প্রস্তাব পাচ্ছেন না তেমনটি কিন্তু নয়। কিন্তু পর্তুগীজ এই কোচ ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে একটু কাজ করতে চাচ্ছেন, ‘আমি বেশ কিছু চাকরির প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি কোথাও নোঙর ফেলিনি। আমি অবসরও নিচ্ছি না। কারণ, আমি এখনো যথেষ্ট তরুণ। যখন আমার আগের চাকরিটি ছেড়ে দিই তখন অনেকেই ভেবেছিল যে এখন আমি কী করতে যাচ্ছি? আমি নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছি। আসলে আমি মানুষকে সারপ্রাইজ দিতে পছন্দ করি।’

আরটি নিউজ চ্যানেলটি আরবি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় বিশ্বের ১০০টি দেশে সম্প্রচারিত হয়।




রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়