ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রঙ বাংলাদেশে বৈশাখের নজরকাড়া পোশাক

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রঙ বাংলাদেশে বৈশাখের নজরকাড়া পোশাক

লাইফস্টাইল ডেস্ক : শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের প্রস্তুতি। সবাই তৈরি হচ্ছে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। নানা সমস্যা, যন্ত্রণা সত্ত্বেও বাঙালি ঠিকই বৈশাখের প্রথম প্রহরে বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে। পুরোনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে।

পয়লা বৈশাখে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, তার বড় অনুষঙ্গ নতুন পোশাক। তাই উৎসবের পোশাক নিয়ে বাঙালির ভাবনার শেষ নেই। দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ প্রতিনিধি রঙ বাংলাদেশও চলছে অভিন্ন লক্ষ্যে। সময়কে রাঙানোর ব্রত নিয়ে। ফলে বৈশাখ নিয়ে রয়েছে বিস্তৃত আয়োজন।

বাংলাদেশের পোশাক সংস্কৃতিকে সচেতনভাবে বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশ তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। এবারের বৈশাখে ফ্যাশন হাউজটি তাদের পোশাকে সৃজনশীলতার প্রেরণা হিসেবে গ্রহণ করেছে আলাম (বস্তুত এটা চাকমা সম্প্রদায়ের বয়ন অভিধান), কাইয়ুম চৌধুরীর রেখাচিত্র এবং নকশিকাঁথা। এই সময়, প্রকৃতির অবস্থা, পারিপার্শ্ব, আবহাওয়াও পোশাকের উপকরণ নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

রঙ বাংলাদেশের বৈশাখী পোশাকের আয়োজনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, টপস, স্কার্ট-টপস সেট, পালাজ্জো, আনস্টিচ, ওড়না, ব্লাউজ পিস, তৈরি ব্লাউজ। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কাতুয়া, পায়জামা, গেঞ্জি, ধুতি, উত্তরীয়। বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে রয়েছে সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট-টপস সেট, টপস, পালাজ্জো, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

এছাড়াও উৎসবের পরিপূর্ণতার জন্য রয়েছে যুগল আর পরিবারের সবার জন্যে একই ডিজাইনের পোশাক। আরো রয়েছে গয়না ও মেয়েদের ব্যাগ। উপহার সামগ্রী হিসেবে রয়েছে নানা ডিজাইনের মগ।

বৈশাখের পোশাকে মূল রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে লাল, মেরুন, অফ হোয়াইট, সাদা, নীল, কমলা, ম্যাজেন্টা। সাহায্যকারী অন্যান্য রঙ হিসেবে  গোল্ডেন হলুদ, গেরুয়া, টিয়া, সবুজ, ফিরোজা, ওলিভ, বিস্কুট, মিষ্টি কমলা, কফি, পিংক, পেস্ট ব্যবহৃত হয়েছে। ভ্যালু অ্যাডেড মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক, কারচুপি, মেশিন এমব্রডারি, টাই অ্যান্ড ডাই। কাপড় হিসেবে ব্যবহৃত হয়েছে সুতি, লিলেন, তাঁত, স্লাব, মসলিন, হাফসিল্ক, ফাইনকটন, এন্ডিকটন, এন্ডিসিল্ক, ভয়েল।

বৈশাখী কালেকশনে মেয়েদের পোশাকের ক্ষেত্রে তাঁতের শাড়ি ৯০০-৫৫০০ টাকা, হাফসিল্ক শাড়ি ২৫০০-৫৫০০ টাকা, এন্ডি শাড়ি ৫০০০-১৫০০০ টাকা, মসলিন শাড়ি ৮০০০-২০০০০ টাকা, সিঙ্গেল কামিজ ৮০০-২৫০০ টাকা, লং কামিজ ১৫০০-২০০০ টাকা, থ্রিপিস ২০০০-৪৫০০ টাকা, আনস্টিচ ১২০০-৩৫০০ টাকা, ব্লাউজ ৩০০-৮০০ টাকা, সিঙ্গেল ওড়না ৫৫০-৯০০ টাকা, স্কাট-টপস্ সেট ১৫০০-২৫০০ টাকা, টপস্ ৮০০-১৫০০ টাকা, কুর্তা ৭০০-১,৫০০ টাকা, পালাজ্জো ৬০০-১,০০০ টাকায় পাওয়া যাবে।

ছেলেদের পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবি ৮০০-২০০০ টাকা, কাতুয়া ৭০০-১৫০০ টাকা, শার্ট ৬০০-১৫০০ টাকা, টি-শার্ট  ৪৬০-৪৯০ টাকা, পায়জামা ৪০০-৫৮০ টাকায় পাওয়া যাবে।

বাচ্চা মেয়েদের ফ্রক ৬০০-১০০০ টাকা, কামিজ ৬০০-১০০০ টাকা, টপস ৬০০-১০০০ টাকা এবং বাচ্চা ছেলেদের পাঞ্জাবি ৬০০-১০০০ টাকা, শার্ট ৪৫০-৬৫০ টাকা, টি-শার্ট ৩৬০-৩৮০ টাকায় পাওয়া যাবে।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সকল শোরুমে বৈশাখ কালেকশন পাওয়া যাবে। ঘরে বসে অনলাইনেও (www.rang-bd.com, www.fb.com/rangbangladesh) কেনা যাবে। এক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে মূল্য পরিশোধ ছাড়াও রয়েছে ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ) সুবিধা।



রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়