ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অধিনায়কের পরামর্শে জনির সাফল্য

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিনায়কের পরামর্শে জনির সাফল্য

টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জনি সোম (ছবি : রাইজিংবিডি)

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ম্যাচের মতো আজ ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি। তবে জনি সোম ঝড় ঠিকই তুললেন, বল হাতে। প্রতিপক্ষকে মাত্র ৫৩ রানে গুটিয়ে দিতে নিলেন ৪ উইকেট। ম্যাচ শেষে জানালেন, অধিনায়কের পরামর্শেই তার এমন সাফল্য।

মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে আজ টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উদয় হাকিমের নেতৃত্বাধীন ওয়ালটন দল। দুই ম্যাচেই ওয়ালটনের জয়ের নায়ক জনি সোম।

প্রথম ম্যাচে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ের বিপক্ষে জনি ৩২ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংসের পর হাত ঘুরিয়ে ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আজ এক্সিকিউটিভ কমিটির বিপক্ষে ব্যাটিংয়ে ২৪ বলে করেন ৩৫। পরে বল হাতে ৩ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। তাতে ওয়ালটনের বেঁধে দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় এক্সিকিউটিভ কমিটি।

টানা দ্বিতীয় ম্যাচে 'ম্যান অব দ্য ম্যাচ'-এর পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে জনি বলেন, 'অবশ্যই ভালো লাগছে। যখন ব্যাটিংয়ে নামি, চিন্তা করি একটা ভালো ইনিংস খেলব। আগে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করি। তারপর সেট হলে বল বুঝে খেলার চেষ্টা করি।'

বোলিং নিয়ে জনির ভাষ্য, 'বোলিংয়ে শুরুতেই লক্ষ্য থাকে, বেশি বেশি ডট বল করব। আমাদের অধিনায়কও (উদয় হাকিম) একই কথা বলেন। উনি বলেন, যত বেশি ডট বল করবেন ব্যাটসম্যান আপনাকে উইকেট উপহার দিয়ে যাবে। আমিও সেই চিন্তা করে বল করি। এতে সফলতাও পাওয়া যায়।'

দলের টানা দ্বিতীয় জয়ে খুশি জনি, 'ভালো লাগছে। এই জয়ের সুবাদে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলাম। তৃতীয় ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতা বা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। করপোরেট ক্রিকেটে ওয়ালটনের রেকর্ড ভালো। আমরা গতবারের চ্যাম্পিয়ন। ওয়ালটন কোনোবারই সেমিফাইনালের আগে বাদ পড়েনি।'

'ডি' গ্রুপ থেকে ওয়ালটনের পাশাপাশি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মার্কেন্টাইল ব্যাংকও। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং ও এক্সিকিউটিভ কমিটি। আগামী ৩০ ডিসেম্বর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ওয়ালটন ও মার্কেন্টাইল ব্যাংক।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়