ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাথুরুসিংহের পক্ষ নিলেন হিথ স্ট্রিক

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাথুরুসিংহের পক্ষ নিলেন হিথ স্ট্রিক

হিথ স্ট্রিক ও চন্ডিকা হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক : চন্ডিকা হাথুরুসিংহের আমলেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন হিথ স্ট্রিক। ২০১৬ সালে ভারতের একটি একাডেমির কোচ হতে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে যান স্ট্রিক। তার এক বছরের মাথায় চন্ডিকা হাথুরুসিংহেও বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান।

হাথুরুসিংহে এখন নিজ দেশ শ্রীলঙ্কার কোচ। আর হিথ স্ট্রিক নিজ দেশ জিম্বাবুয়ের কোচ। দুজনের বর্তমান অবস্থানে পুরোপুরি মিল। দেশের হয়ে দায়িত্ব পালন করছেন তারা। সে কারণে হাথুরুসিংহের পক্ষই নিয়েছেন জিম্বাবুইয়ান এই গ্রেট।

আজ শনিবার মিরপুরে হাথুরুসিংহের বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার বিষয়ে হিথ স্ট্রিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমিও দিনশেষে এখানে থাকিনি। আসলে চন্ডিকা একজন শ্রীলঙ্কান। নিজ দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করাটা সব সময় বড় একটা বিষয়। আমি নিশ্চিত বাংলাদেশের যদি কোনো কোচ বাইরের দেশের দায়িত্ব পালন করত এবং পরবর্তীতে বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রস্তাব পেত তাহলে সেও সেই সুযোগ ছাড়ত না। আসলে নিজ দেশের কোচ হওয়াটা সব সময়ই মর্যাদাকর। প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজ দেশের কোচ হওয়ার।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি চন্ডিকা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। তার তত্ত্বাবধানে বাংলাদেশ দল যে সাফল্য পেয়েছে মানুষ নিশ্চয়ই সেটা ভুলে যাবে না।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়