ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘গত ৬ মাসে ৪৯.৬২ হেক্টর রেলভূমি দখলমুক্ত হয়েছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গত ৬ মাসে ৪৯.৬২ হেক্টর রেলভূমি দখলমুক্ত হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ৪৯ দশমিক ৬২ হেক্টর (১২২ দশমিক ৬৪ একর) রেলভূমি দখলমুক্ত করে রেলওয়ের নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের দশম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে  সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) এক  প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে রেলওয়ের জমির পরিমাণ ২৫০২৮ দশমিক ৬৬৯ হেক্টর (৬১৮৬০ দশমিক ২৮ একর) (বিভিন্ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত যে সকল জমি ভূ-সম্পত্তি বিভাগে ন্যস্ত হয়নি তা ব্যতিত)। এরমধ্যে রেলওয়ের নিজ দখলে থাকা জমির পরিমাণ ৩০৫০ দশমিক ৩৫৭ হেক্টর (৫৬৯৭০ দশমিক ৭৩ একর)।’

তিনি আরো বলেন, ‘রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ৫৮৫৫ দশমিক ৫৮৭ হেক্টর (১৪৪৭৩ দশমিক ২৪ একর) রেলভূমি একসনা লিজ দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘রেলওয়ের অবৈধ দখলীয় জমির পরিমাণ ১৪৭৫ দশমিক ৬৬৭ হেক্টর (৩৬৪৭ দশমিক ২২ একর)। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবৈধ দখলীয় রেলভূমি উদ্ধার বা অবৈধ দখল মুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।’

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর (চট্টগ্রাম-১৬ আসন) এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে ৩৪৭ কিলোমিটার ডাবল লাইন রয়েছে। ঢাকা চট্টগ্রাম লাইনের ৩২১ কিলোমিটারের মধ্যে ২৪৯ কিলোমিটার ডাবল লাইন হয়েছে। এডিবি ও ইআরডির অর্থায়নে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনের কাজ চলমান রয়েছে। এ প্রকল্পটি ২০২০ সাল নাগাদ শেষ হবে।’




রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়