ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘আমরা মাথায় নেই না, আপনারাও নিয়েন না’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা মাথায় নেই না, আপনারাও নিয়েন না’

ক্রীড়া প্রতিবেদক: ‘লড়াইটা কি চন্ডিকা হাথুরুসিংহে বনাম বাংলাদেশের হবে?’ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের আগে মাশরাফি বিন মুর্তজার কাছে জানতে চাওয়া হয়েছিল।

দলের অধিনায়ক কড়া ভাষায় বলেছেন,‘পেশাদার ক্রিকেটে এই ধরনের ঘটনা এটাই প্রথম না। সম্প্রতি যে কোচ ছিল তার মুখোমুখি হওয়া এই প্রথম না। আর সত্যি বলতে, আমরা এটা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যখন তিনি চলে গেছেন…এখানে তার ব্যাপারটা নিয়ে আর ভাবার সুযোগই নাই।’

হাথরুসিংহের পদত্যাগে বাংলাদেশ ক্রিকেটে উঠেছিল অনেক গুঞ্জন। ক্রিকেট পাড়া থেকে শুরু করে চায়ের কাপে হাথুরুসিংহের আচরণ নিয়ে হয়েছে কড়া সমালোচনা। আর শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমিদের শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। ত্রিদেশীয় সিরিজটি তাই ‘বাংলাদেশ বনাম হাথুরুসিংহের লড়াই’ হয়ে উঠে।



জাতীয় দলের মাথায় নেই এমন ভাবনা। সাকিব দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে এসে জানালেন, এমন ভাবনা সবার মাথা থেকে মুছে ফেলতে। সাকিব বলেছেন,‘এমন ভাবনা আমরা মাথায় নেই না।এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি।  আমি চাই, আপনারো যেন মাথায় না নেন। এটা আমাদের জন্য আরও ভালো হবে।’

তাইতো হাথুরুসিংহের শিষ্যদের ১৬৩ রানের বড় ব্যবধানে হারানোর পরও সাকিবের কন্ঠে নেই বাড়তি কোনো উচ্ছ্বাস,‘হাথরুসিংহের শ্রীলঙ্কা দলকে হারানোয় বাড়তি কোনো আনন্দ নেই। একটা জয় আমাদের কাছে কেবল জয়ই। শ্রীলঙ্কার সঙ্গে জেতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।  এই টুর্নামেন্টের প্রতিযোগিতা হিসেবেও যদি দেখি এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল ফাইনালে যাওয়ার জন্য। দুটি ম্যাচেই আমরা যেভাবে প্রভাব বিস্তার করে জিতলাম, অবশ্যই এটা আমাদের অনেক বড় আত্মবিশ্বাস দেবে পরের দুটি ম্যাচ জেতার জন্য।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়