ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাশের হারে এগিয়ে মেয়েরা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাশের হারে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাশের হারের ক্ষেত্রে ছেলেদের থেকে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৭৩। ছেলেদের পাশের হার ৮৩ দশমিক ৫৬।

শনিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

পাসের হারে এগিয়ে থাকার পাশাপাশি ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরা। এবার জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১০ হাজার ৭৩০ জন মেয়ে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৮৯৮ জন।

এবার জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ ও জেডিসিতে ৮৬ দশমিক ৮০ শতাংশ। এবার দুটি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ পরীক্ষার্থী। তার মধ্যে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন এবং জেডিসিতে ৭ হাজার ২৩১ জন।

গত বছর উভয় পরীক্ষায় ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫৫ হাজার ৯৬০ জন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়