ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধন হয়েছে দুদিন আগে। কিন্তু ১৩ তারিখ মাঠে গড়াবে যুবাদের বিশ্বকাপ। তার আগে দলগুলো প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আজ বুধবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে গেছে সেটি। মুষলধারে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি।

শুধু বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ নয়, বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ড-পাপুয়া নিউগিনি, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ও আফগানিস্তান-নামিবিয়ার মধ্যকার ম্যাচও।

শুধু ভারতের যুবারা গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছে। ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে। এরপর দক্ষিণ আফ্রিকাকে তারা বেধে ফেলে ১৪৩ রানেই মধ্যেই।
 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচগুলো : 
১৩ জানুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া
১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম কানাডা
১৮ জানুয়ারি : বাংলাদেশ বনাম ইংল্যান্ড।





রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়