ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৪তম নিবন্ধন পরীক্ষায় ১৯৮৬৩ জন উত্তীর্ণ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪তম নিবন্ধন পরীক্ষায় ১৯৮৬৩ জন উত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক : ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জন।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

১৪তম বেসরকরি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ১ লাখ ৬৬ হাজার ৩১৮ জন অংশ নেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জনসহ মোট ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরীক্ষার ফলাফল ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া প্রার্থীদের টেলিটক মোবাইল নম্বরে এমএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়। দেশের আটটি বিভাগে একযোগে এ পরীক্ষা হয়।

গত বছরের ৩১ অক্টোবর চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ২৬ দশমিক ০২ শতাংশ। এনটিআরসিএ কর্তৃক অনুষ্ঠিত এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫ লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়