ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘আমাদের যে খেলার নেশা ও আত্মনিয়োগ ছিল সেটা প্রমাণ করেছি’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমাদের যে খেলার নেশা ও আত্মনিয়োগ ছিল সেটা প্রমাণ করেছি’

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শেষ আসরে শিরোপা জিততে জিততে জেতা হয়নি রাজশাহী মাস্টার্সের। বৃষ্টির বাগড়ায় ফাইনাল ম্যাচের ফল বের হয়নি। শিরোপা ভাগাভাগি করে রাজশাহী মাস্টার্স ও অলস্টারস মাস্টার্স। এবার সেই আক্ষেপ দূর করতে চায় রাজশাহী।

এবার শিরোপা জিততে দারুণ পারফর্ম করছে খালেদ মাসুদ পাইলটের রাজশাহী। টানা তিন ম্যাচের তিনটি জিতেছে। ফাইনালে এক পা দিয়েও রেখেছে তারা। তাইতো অধিনায়ক পাইলটের কন্ঠে আত্মবিশ্বাসের সুর,‘আমরা তিনটা ম্যাচেই খুব ভালো খেলেছি। ম্যাচ জিতেছি বলে বলছি না। আমাদের ধারণা আমরা ফাইনালে প্রায় উঠে গেছি।’

গতকাল থেকে শুরু হওয়া মাস্টার্স ক্রিকেটে ব্যাক টু ব্যাক ক্রিকেট খেলছে রাজশাহী। ১০০ বলের ক্রিকেটে ব্যাটিং-বোলিং করা এ বয়সে কতুটুক কঠিন? পাইলট হাসিমুখেই বললেন নিজেদের কষ্ট আর ভালোবাসার কথা,‘এতো গরমে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা কঠিন। গতকাল বিকেলে খেলেছি। আজ সকালে তারপর বিকেলে আবার খেলেছি। এখন তো সেই বয়স নেই। এখন তো ওভাবে অনুশীলনও করি না। ওই সুযোগ ও সময়ও নেই। আমাদের ফিটনেস লেভেলেও নেই। একটা ম্যাচ খেলে দুদিন বিশ্রাম নিলাম সেটা ঠিক আছে। তারপরও দারুণ অনুভূতি। আমাদের যে খেলার নেশা ছিল সেটা প্রমাণ করেছি। পাশাপাশি আমাদের অনেক খেলোয়াড় বড় মঞ্চে খেলতে পারেনি কিন্তুমধ্যে যে ডেডিকেসন ছিল সেটা বুঝিয়ে দিয়েছে।’



আজ সকালে ঢাকা মাস্টার্সকে ৪ রানে এবং বিকেলে খুলনা মাস্টার্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী। বিকেলে ব্যাট হাতে ১১০ রানের জুটি করেন আনিসুর রহমান ও মুশফিকুর রহমান বাবু। তাঁদের ব্যাটিং নিয়ে পাইলট বলেছেন,‘মুশফিক আর সঞ্জয় (আনিসুর রহমান) যে ব্যাটিং করলো…সকালে খেলে টায়ার্ড কিন্তু বিকেলে উইকেট দেয়নি। এটা কিন্তু দেখার মতো। এভাবে যে ম্যাচ বানাতে হয়, ইনিংস বড় করতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে এ বয়সেও। তাদের ব্যাটিং আজকের ম্যাচটাকে সহজ করে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই সঞ্জয় দারুণ রিদমেআছে। কোনো ভুল করছে না।’

‘আমার মনে হয় খুব ভালো দল আমাদের। যারা বোলিং করছে তারা ভালো করছে। ব্যাটিংয়ে সবাই ভালো করছে। মাঠে ভালো ফল পেতে দুটো জিনিসে ভালো করতে হয়। মাঠের ভেতর ও মাঠের বাইরের শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলের সবাই সবাইকে সাহায্য করছে।’- যোগ করেন পাইলট।




রাইজিংবিডি/কক্সবাজার/৩ মে ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়