ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘খা‌লেদা জিয়া ছাড়া নির্বাচ‌নে যা‌বে না বিএন‌পি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খা‌লেদা জিয়া ছাড়া নির্বাচ‌নে যা‌বে না বিএন‌পি’

‌জ্যেষ্ঠ প্রতি‌বেদক : বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়াকে ছাড়া তার দল আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচ‌নে যা‌বে না বলে জানিয়ে‌ছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী।

‌রোববার রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি ব‌লেন, 'খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। খালেদা জিয়া বিহীন কোনো জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না, যাওয়ার প্রশ্নই আসে না।'

‘এই মূহুর্তে বিএনপির ইশতেহার হচ্ছে-দেশনেত্রীর মুক্তি, জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। দেশনেত্রীকে বন্দী করে ৫ জানুয়ারি মার্কা একতরফা নির্বাচনের খায়েশ আপনাদের আর পূরণ হবে না। জনগণ প্রস্তুতি নিতে শুরু করেছে আপনাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে’, ব‌লেন বিএন‌পির এই নেতা।

সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হ‌য়ে 'আদালতের ঘাড়ে বন্দুক রেখে' কারাবন্দী করে রেখেছে ব‌লেও অভিযোগ ক‌রেন তি‌নি। রিজভী অভিযোগ ক‌রেন, বিএন‌পি নেত্রী গুরুতর অসুস্থ হয়ে কষ্ট পেলেও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।

খা‌লেদা জিয়ার স‌ঙ্গে নির্বাচ‌নের কো‌নো সম্পর্ক নেই ব‌লে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন, ‘খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের বিশাল সম্পর্ক আছে। দেশের জনপ্রিয় নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখা গভীর ষড়যন্ত্র। এই বক্তব্য জবরদস্তিমূলক একতরফা নির্বাচনেরই ইঙ্গিতবহ।’

‘খালেদা জিয়া যে কটি আসনে দাঁড়িয়েছেন তিনি কখনোই সেই নির্বাচনে পরাজিত হননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী পরাজিত হয়েছেন। সেজন্য খালেদা জিয়ার জনপ্রিয়তায় প্রধানমন্ত্রীর এতো অসুয়া, এতো বিদ্বেষ। আর এজন্যই বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতে এতো ষড়যন্ত্র।’

সারা দেশে বন্দুক যুদ্ধের নামে মারণযজ্ঞ চলছে অভিযোগ ক‌রে রিজভী ব‌লেন, 'গত তিন দিনে চার জেলায় বিচার বহির্ভূত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সাতজন। এই মাসে যেন পোকামাকড়ের মতো বিচার বহির্ভূত মানুষ হত্যার হিড়িক চলছে। গতরাতেও বরিশালে সাদা পোশাকধারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের নামে দুজন নিহত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানালেও তাতে সরকারের টনক নড়ছে না।’

‘সরকারের বিচার বহির্ভূত হত্যার মূল উদ্দেশ্য দেশকে স্থায়ী দুঃশাসনের বজ্র আঁটুনিতে বেধে ফেলা, আর সেজন্য জনগণকে আতঙ্কিত করে রাখা। অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই সরকারের আমলে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যার তদন্ত দাবি করছি,’ ব‌লেন বিএন‌পির এই নেতা।

পবিত্র মাহে রমজানে দেশজুড়ে লোডশেডিংয়ের পাশাপাশি গ্যাস ও পানির তীব্র সংকট তু‌লে ধ‌রে রিজভী ব‌লেন, গ্যাস সংকটে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মানুষের চুলা জ্বলছে না, ফলে সেহেরি ও ইফতারি তৈরি করতে মানুষ হিমশিম খাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে পানি সংকট। আর এ কারণে মানুষ রান্নাবান্না থেকে শুরু করে ওজু কিংবা গোসলের পানিও পাচ্ছে না। বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার চলছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/‌রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়