ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন বোপারা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন বোপারা

ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গ্রুপ পর্বের দুই মুখোমুখিতেই ৯ উইকেটে জয় পেয়েছে রংপুর রাইডার্স।

আগে ব্যাটিং করে দুবারই ব্যর্থ তামিম, ইমরুল, এনামুলরা। প্রথমবার ৬৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয়বার কুমিল্লা করতে পারে মাত্র ৭২ রান। সহজ এ লক্ষ্য রংপুর দুবারই হেসেখেলে জিতে নেয়।

বিপিএলের মঞ্চে দুই হট ফেভারিট দল আবার মুখোমুখি হতে যাচ্ছে। আগামীকাল প্রথম কোয়ালিফাইয়ারে মাঠে নামবে রংপুর ও কুমিল্লা। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। জয়ী দল সবার আগে চলে যাবে ফাইনালে। নক আউট পর্বের ম্যাচ বলে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ পাওয়া যাচ্ছে মিরপুরে।

আগের দুই ম্যাচের মতো সহজে জয় পাওয়া যাবে না মনে করছেন রংপুরের অলরাউন্ডার রবি বোপারা,‘কুমিল্লার ভালোমানের খেলোয়াড় আছে। যারা এর আগে এ ধরণের ম্যাচ খেলেছে। কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে। এজন্য বলছি আগামীকালের ম্যাচটি বেশ কঠিন হবে।’

তবে অতীত সাফল্যে আত্মবিশ্বাসী রংপুর শিবির,‘আমাদের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ, প্রতিটি ম্যাচ বড়। আগামীকালের ম্যাচটি ফাইনালে যাওয়ার বড় সুযোগ। আগের দুই ম্যাচের ফল আমাদেরকে আত্মবিশ্বাসী করছে। কিন্তু আমাদেরকে ধারাবাহিক থাকতে হবে। সঠিক প্রস্তুতি নিতে হবে। তাহলেই ফল পাওয়া যাবে।’

টুর্নামেন্টের শুরুটা ভালো করতে না পারলেও শেষটা দারুণভাবে রাঙায় রংপুর। প্রথম ছয় ম্যাচে মাত্র দুই জয় পেয়েছিল রংপুর। এরপর টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে মাশরাফির দল। রংপুর স্কোয়াডে যোগ দিয়ে দলের চিত্রই পাল্টে দেন এবি ডি ভিলিয়ার্স। বিপিএলে তার পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়েছিল। কিন্তু ছয় ম্যাচ খেলেই দেশে ফিরেছেন প্রোটিয়া ক্রিকেটার। নক আউট পর্বে তাকে ছাড়া খেলতে হবে রংপুরকে। পাশাপাশি কাঁধের ইনজুরিতে রংপুর হারিয়েছে অ্যালেক্স হেলসকে। দলের নিয়মিত দুই পারফর্মকরা ছাড়া মাঠে নেমে পারফর্ম করা চ্যালেঞ্জ। রবি বোপারার সেই চ্যালেঞ্জ নিয়েছেন ভালোভাবেই। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে কুমিল্লার বিপক্ষে শনিবার জিতিয়েছেন দলকে। প্লে’অফেও একই পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছেন ইংলিশ ক্রিকেটার।

‘‘আমাদের পরিকল্পনা একই থাকবে। আমিও ব্যক্তিগতভাবে পারফর্ম করতে মুখিয়ে। যদি আমরা আগে ব্যাটিং করে অবশ্যই লড়াকু পুঁজি যোগ করার চেষ্টা করবো। ওরা আগে ব্যাটিং করলে অবশ্যই ওদেরকে অল্পরানে আটকে দেব।’’

মিরপুরের রহস্যময় উইকেট সম্পর্কে বেশ ভালো জ্ঞান আছে রবি বোপারার। বিপিএল খেলা বাদেও ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত খেলছেন পেস বোলিং অলরাউন্ডার। তাইতো মিরপুরের উইকেটে কত রান হলে ম্যাচ জমে উঠবে সেই ধারণাও দিয়েছেন। 

‘‘দিনে এবং রাতের ম্যাচে এখানে ভিন্ন স্কোর হয়। আগের ম্যাচেও আমরা এরকমটা দেখেছি। তবে দিনের ম্যাচে ১২০ হলে ভালো স্কোর। রাতের ম্যাচে ১৫০-১৬০ হলে ম্যাচ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে।’’ বেশ মজা করে শেষে যোগ করলেন,‘হয়তো ভালো বোলিং করে আপনি ৪০ রান দিয়ে দিতে পারেন। খারাপ বোলিং করে ৩-৪ উইকেট পেতেও পারেন। টি-টোয়েন্টি ক্রিকেট বড়ই বৈচিত্র্যময়…’



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়