ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শুক্রবার আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুক্রবার আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : দুটি টেস্ট, তিনটি ওয়ানডে খেলতে আগামীকাল (শুক্রবার) রাত ৮টা ৫ মিনিটে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইত্তিহাদ এয়ারওয়েজের ফ্লাইট নম্বর ২৫৮’এ  ঢাকায় আসছে ইংলিশরা।

 

এরই মধ্যে বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে চলে এসেছে। নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান রেগ ডিকাসন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সামনে আসবে না ইংলিশ ক্রিকেটাররা। বিমানবন্দরে নেমে কড়া নিরাপত্তায় চলে যাবে হোটেল।

 

১ অক্টোবর (শনিবার) হোটেলে থাকবেন ক্রিকেটাররা। বাংলাদেশের খেলা শনিবার শেষ হলে রোববার দুপুর ৩টায় অনুশীলন করবে ইংলিশ ক্রিকেট দল। যদি খেলা রিজার্ভ ডেতে হয় তাহলে রোববারও হোটেলে সময় কাটাবেন ইংলিশ ক্রিকেটাররা। 

 

সফরকারী শিবিরে নতুন দুই সংযোজন হচ্ছে পেসার স্টিভেন ফিন ও জেক বল। চোটের কারণ ছিটকে গেছেন সেরা পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।

 

টেস্ট দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেক বল, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামীদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও স্টিভেন ফিন।

 

ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস ও স্টিভেন ফিন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৬/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়