ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুপ্রেরণা এবিএম মূসা’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুপ্রেরণা এবিএম মূসা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবিএম মূসা।

 

তার স্মারক গ্রন্থ প্রকাশিত হওয়ায় তরুণ প্রজন্মের সাংবাদিকরা তার কর্মজীবন সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। এতে তারা বস্তুনিষ্ঠ  সংবাদ পরিবেশনে আরো উৎসাহিত হবেন।’

 

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসা স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। উৎসবের আয়োজন করে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন।

 

আরেফিন সিদ্দিক বলেন, ‘সংবাদ মাধ্যমের কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। এ কাজ করতে পারলে সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন হয়ে যায়। এবিএম মূসা ঠিক এই কাজ করতেন। সংবাদ ১০ দিকে পৌঁছে দিতেন নিষ্ঠার সঙ্গে।’

 

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার বলেন, ‘সাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র এবিএম মূসা। আপোষহীন সাংবাদিকতার মূলমন্ত্র ধারণ করলে তাকে আমরা প্রকৃতভাবে স্মরণ করতে পারব।’ পিআইবি থেকে এবিএম মূসার স্মরণে আরো একটি স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা দেন তিনি।

 

অনুষ্ঠানের শুরুতে এবিএম মূসা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।

 

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরো বক্তব্য রাখেন-  লেখক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবাইয়াত ফেরদৌস, এবিএম মূসার মেয়ে পারভেজ সুলতানা মূসা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৬/আহমদ নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়