ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইকবাল সোবহানের বিরুদ্ধে মানহানির অভিযোগ

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইকবাল সোবহানের বিরুদ্ধে মানহানির অভিযোগ

ইকবাল সোবহান চৌধুরী

ফেনী প্রতিনিধি : ফেনীতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে করা মানহানির অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সিনিয়র চিফ জুড়িশিয়াল ম্যাজিট্রেট মো.  মশিউর রহমান খান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর জবানবন্দি রেকর্ড করে ওসিকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

আগামী ২ ফ্রেবুয়ারি এ বিষয়ে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন ফেনীর আমলী আদালত।

দুপুরে ইকবাল সোবহানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেছিলেন ফেনী-২ এর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

গত ২৩ জানুয়ারি ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত দৈনিক অবজারভার পত্রিকায় ‘Police await PM’s order to crack down on drug lords’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদে মানহানি ও সুনাম ক্ষুন্ন হওয়ায় মানহানির অভিযোগ করা হয়েছে।

এতে ২৩ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। এতে ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও প্রতিবেদক মামুনুর রশিদের বিরুদ্ধে ফেনীর আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে।



রাইজিংবিডি/ফেনী/২৯ জানুয়ারি ২০১৭/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়