ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডিআরইউতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মত এবারও আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর নেতৃত্বে বুধবার বেলা সাড়ে ১১টায় ডিআরইউ চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে দিয়ে, জাতীয় প্রেসক্লাব হয়ে পুনরায় ডিআরইউতে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ডিআরইউ নেতারা উপস্থিত সব সদস্যদের গোলাপ ফুল দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। নারী সদস্যদের আড্ডায় বুধবার ডিআরইউ চত্ত্বর ও বাগান ছিল উৎসবমুখর।

র‌্যালিতে ডিআরইউ সহসভাপতি আবু দারদা যোবায়ের, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন, নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম হাসিব, হাবীবুর রহমান, সাখাওয়াত হোসেন (সুমন), মাইনুল হাসান সোহেল, মো. আনিসুল ইসলামসহ ডিআরইউর সাবেক নেতা এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শোভাযাত্রা ও আড্ডায় উপস্থিত সব নারী সদস্যের জন্য টি শার্ট ও উপহারের ব্যবস্থা করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৭/আসাদ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়