ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিক তরুণ সরকারের বাবার মৃত্যু

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক তরুণ সরকারের বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক তরুণ সরকারের  পিতা ডা. রমেন্দ্র নারায়ণ সরকার ইন্তেকাল করেছেন।

সোমবার রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ায় নিজ বাড়িতে পরলোকগমন করেন তিনি।

মঙ্গলবার সকালে প্রয়াত ডা. রমেন্দ্র নারায়ণ সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৬ এপ্রিল গ্রামের বাড়িতে তার শ্রাদ্ধ্য অনুষ্ঠিত হবে। তরুণ সরকারের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

ডা. রমেন্দ্র নারায়ণের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে মিটফোর্ড মেডিক্যাল স্কুল থেকে ডিপ্লোমা করার পর রমেন্দ্র সরকার সরকারি চাকরিতে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা সেবা দিয়েছেন।

তরুণ সরকারের পিতার মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সাংবাদিক তরুণ সরকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির মাঠকর্মী হিসেবে কাজ করছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়