ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শাবিতে প্রেসক্লাব সভাপতি-সম্পাদক লাঞ্ছিত

শাকির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাবিতে প্রেসক্লাব সভাপতি-সম্পাদক লাঞ্ছিত

সিলেট সংবাদদাতা : ক্যাম্পাসে ঘুরতে গিয়ে যৌন হয়রানি ও মারধরের শিকার দুই ভাই-বোনের পাশে দাঁড়ানোয় ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

রাতে প্রেসক্লাব থেকে বের হলে শাবি লাইব্রেরি ভবনের সামনে ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ গ্রুপের কর্মীরা তাদেরকে বেধড়ক মারধর করে। এরপর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে শাবি প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরদার আব্বাসের অবস্থা গুরুতর। তার মাথায় জিআই পাইপ দিয়ে আঘাত করা হয়েছে।

অপর আহত শাবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নবিউল আলম দিপু জানান, বিকেলে ক্যাম্পাসে ঘুরতে আসেন সদ্য এসএসসি পরীক্ষার্থী দুই ভাই-বোন। এ সময় ছাত্রলীগের সভাপতি পার্থ গ্রুপের কর্মীরা মেয়েটিকে উত্ত্যক্ত করেন। মেয়েটি প্রতিবাদ করলে তাকে মারধর করে মাটিতে ফেলে দেন। এ সময় ভাই এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

এ বিষয়ে শাবি প্রক্টর ড. মো. রাশেদ তালুকদার বলেন, ক্যাম্পাসে প্রায়ই উত্যক্তের ঘটনা ঘটে। আমরা অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেই।



রাইজিংবিডি/সিলেট/৮ এপ্রিল ২০১৭/শাকির/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়