ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘সিটিং ভাড়া’ না দেয়ায় টিভি প্রযোজকের উপর হামলা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিটিং ভাড়া’ না দেয়ায় টিভি প্রযোজকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক : সিটিং সার্ভিস নিয়মে অতিরিক্ত ভাড়া না দেয়ায় পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর প্রযোজক ও উপস্থাপক আতিক রহমান।

সোমবার দুপুরে রাজধানীর মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ‘জাবালে নূর’ নামের পরিবহনের একটি বাসে গুলশান-২ নম্বর থেকে মিরপুর আসছিলেন আতিক রহমান। এ সময় বাসের কন্ডাক্টর তার কাছে ভাড়া চাইলে তিনি লোকাল নিয়মে ভাড়া দেন। কিন্তু কন্ডাক্টর তার কাছ থেকে সিটিং সর্ভিস নিয়মে ভাড়া চায়। পরে তিনি ভাড়ার চার্ট দেখতে চান। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাসটির শ্রমিকরা মিলে তাকে মারধর করে। এতে তার নাক ফেটে যায়।

আতিক রহমান জানিয়েছেন, বিআরটিএ-এর ভাড়ার চার্ট দেখতে চাইলে তারা তার উপর ক্ষেপে যায়। বলতে থাকে, চার্ট দেখে কি করবেন? নাকি চার্ট ধুয়ে পানি খাবেন?

জবাবে আতিক বলেন, ‘বেআদবি করবেন না, চার্ট অনুযায়ী ভাড়া দেব।’

বিষয়টি নিশ্চিত করেছেন ৭১ টিভির রিপোর্টার জেমসন মাহবুব। তিনি জানান, মিরপুর-২ নম্বর এলাকার নিউ আল রশিদ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে আতিক মিরপুর মডেল থানায় আছেন। এ বিষয়ে আইনি সহযোগিতা নেওয়া হবে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



রাইজিংবিডি/১৭ এপ্রিল ২০১৭/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়