ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাভিশনের রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরা পারসন শাহাদাত হোসেন বাপ্পির ওপর হামলায় জড়িতদের অবিলম্বের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাভিশন পরিবারের ব্যানারে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী বলেন, ‘গত মঙ্গলবার  গাজীপুরের জয়দেবপুরে একটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে হামলার শিকার হওয়া দুই গণমাধ্যম কর্মী ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে দেশের গণমাধ্যম হুমকির মুখে পরবে উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে অচিরেই বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

সাংবাদিক  সমাজ ঐক্যবদ্ধ না থাকার কারণে এ ধরনের হামলা ও মামলার মতো ঘটনা ঘটছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাভিশনের সাংবাদিক এস এম ফয়েজের নেতৃত্বে মানববন্ধনে  গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/মেহেদী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়