ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডিআরইউ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করতে যাচ্ছে সংগঠনটি।

ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে শুক্রবার সকালে ‘শিক্ষাবৃত্তি প্রদান-২০১৭’ আয়োজনের মাধ্যমে ডিআরইউ’র প্রয়াত ১৭ সদস্যের পরিবারের সন্তানদের নগদ অর্থ তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী রাইজিংবিডিকে বলেন, সদস্যদের কল্যাণে ডিআরইউ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। একজন সদস্য মারা গেলে এই সংগঠন শুধু তাদের পরিবারকে এককালীন টাকাই দিচ্ছে না, প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দিয়েও পাশে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, এই কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার ১৭টি পরিবারের সন্তানদের এককালীন নগদ অর্থ প্রদান করা হবে।

তিনি আরো বলেন, এছাড়া ডিআরইউ প্রতি বছর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করে। চলতি বছরও আলাদা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করবে ডিআরইউ।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়