ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে শায়িত হবেন রিশিত খান

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে শায়িত হবেন রিশিত খান

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক রিশিত খানকে রোববার সকালে সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে রিশিত খানের মরদেহ নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওয়া দেন তার পরিবারের সদস্যরা।

রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কানসোনা গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক রিশিত খান (আব্দুর রশিদ) শনিবার ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুর খবর শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছুটে যান রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসান, সম্পাদক নওশের আলী ও প্রধান প্রতিবেদক হাসান মাহামুদসহ রাইজিংবিডি ডটকমে কর্মরত রিশিত খানের সহকর্মীরা।

এ সময় তারা রিশিত খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রিশিত খানের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রিশিত খান এর আগে দৈনিক ডেসটিনি, দৈনিক আজকের কাগজসহ বেশকিছু সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় কাজ করেছেন।

তিনি রাজধানীর মিরপুরের মণিপুরে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন।

রিশিত খান ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়