ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সভা-সমাবেশহীন প্রেসক্লাব

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সভা-সমাবেশহীন প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাব রয়েছে কোলাহল মুক্ত। নেই কোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং বা মানববন্ধন।

বুধবার সকাল থেকেই প্রেসক্লাবে এমন দৃশ্য চোখে পড়ে। যেখানে প্রতিদিন আট থেকে ১০টি সভা বা সমাবেশ অনুষ্ঠিত হয়, সাংবাদিকদের দম ফেলার সময় থাকে না, সেখানে আজ প্রেসক্লাব প্রায় জনমানব শূন্য। কয়েকজন সাংবাদিকের দেখা গেলেও তারা সময় পার করছেন আড্ডা দিয়ে।

অফিস অ্যাসাইনমেন্ট থাকায় কিছু গণমাধ্যমকর্মী প্রেসক্লাবে আসেন। তবে কোনো অনুষ্ঠান না থাকায় তারা ফিরে যাচ্ছেন। কাউকে দেখা গেছে দায়বদ্ধতা এড়াতে অফিসে ফোন করে বলছেন যে, এখানে কোনো অনুষ্ঠান নেই।

ঈদের আগের দিন থেকে শুরু করে আজ ঈদের তৃতীয় দিন প্রেসক্লাব ছিল একদম ফাঁকা। কোনো সভা-সমাবেশ হচ্ছে না।

ঈদের ছুটিতে প্রেসক্লাবের সদস্যদেরও আনাগোনা কম দেখা গেছে। প্রেসক্লাবের অভ্যর্থনা কক্ষ থেকে জানা যায়, আজ কোনো সভা-সমাবেশ নেই। ঈদ উপলক্ষেই মূলত প্রেসক্লাব ফাঁকা।



রাইজিংবিডি/ ঢাকা/২৮ জুন ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়