ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চেলসিতে আরো দুই বছর কন্তে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেলসিতে আরো দুই বছর কন্তে

ক্রীড়া ডেস্ক : কোচ হিসেবে চেলসিতে নিজের প্রথম মৌসুমেই ইংলিশ লিগের শিরোপা জেতেন অ্যান্তোনিও কন্তে। দারুণ পারফরম্যান্সে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিকে লিগ শিরোপা এনে দেওয়ার পুরস্কার পেলেন ইতালিয়ান এই কোচ। তার সঙ্গে আরো দুই বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্লুজরা।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে বর্তমানে এশিয়াতে রয়েছে চেলসি। এই সময়েই সুখবরটি পেলেন কন্তে। চুক্তি নবায়নের কথা নিজেই জানিয়েছেন তিনি। চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে কন্তে বলেন, ‘চেলসির সঙ্গে নতুন চুক্তিতে আমি আনন্দিত। বিস্ময়কর কিছু অর্জনের জন্য শুরু থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। ক্লাবটির ভালো ফলাফলের জন্য আমি গর্বিত। এখন শীর্ষস্থান ধরে রাখতে আমাদের আরো পরিশ্রম করতে হবে।’

চেলসির ডিরেক্টর ম্যারিনা গ্রানোভস্কিয়া কন্তের চুক্তি নিয়ে বলেন, ‘গত মৌসুমে অ্যান্তোনিও অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছেন। ইংলিশ ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে তিনি আমাদের প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন। আশা করছি, নতুন চুক্তিতে আমাদের বিশ্বাসের প্রতিফলন ঘটবে। তিনি ঘরোয়া সাফল্যের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও আমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন।’

গত গ্রীষ্মে চেলসিতে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন কন্তে। গুঞ্জন ছিল, ইতালিয়ান এই কোচের সঙ্গে আরো তিন বছর মেয়াদ বাড়াতে পারে ব্লুজরা। অবশেষে বছরে ৯.৫ মিলিয়ন পাউন্ডে তার সঙ্গে আরো দুই বছরের জন্য চুক্তি করল চেলসি। নতুন এ চুক্তির ফলে চেলসির ইতিহাসে সবচেয়ে দামি বেতনের কোচের আসনে বসলেন ইতালির প্রাক্তন এই ফুটবলার।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/শামীম/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়