ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডিআরইউ পারিবারিক ক্রীড়া উৎসব উদযাপিত

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউ পারিবারিক ক্রীড়া উৎসব উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের পরিবার নিয়ে দ্বিতীয়বারের মতো ‘পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৭’ আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে এ ক্রীড়া উৎসব হয়।

ডিআরইউর সদস্যের সন্তানদের (বড় ছেলে) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে শাহনেওয়াজ দুলালের ছেলে রায়ান নেওয়াজ, দ্বিতীয় চ্যানেল আইয়ের সহকারী সম্পাদক মো. জাহিদুজ্জামানের ছেলে সুভেনির জাহিদ ও তৃতীয় বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এমরান হোসেন শেখের ছেলে মুশফিকুর রহমান শুভ্র।



ডিআরইউ সদস্যের সন্তানদের (বড় মেয়ে) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমানের মেয়ে প্রীতমা মাধূর্য প্রভা, দ্বিতীয় নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীনের মেয়ে অহনা আনজুম, তৃতীয় ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক সৈয়দা কানিজ আফরিন আলমের মেয়ে আসমিতা ইসলাম।

সদস্য সন্তানদের (ছোট) ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক  মনির হোসেনের মেয়ে লামিয়া আক্তার আয়েশা, দ্বিতীয় ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ সংবাদদাতা আজিজুর রহমান রিপনের মেয়ে রাইসা রহমান, তৃতীয় ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাইদ আব্দুল মালিকের মেয়ে ইসমিতা জাহান প্রভা।

নারী সদস্যদের স্বামীদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক পারভীন আখতারের স্বামী এস এম রেজুয়ান হক, দ্বিতীয় মোহনা টিভির নিজস্ব প্রতিবেদক ফারহানা হক নীলার স্বামী ইমরান হোসেন এবং তৃতীয় হয়েছেন মোহনা টিভির নিজস্ব প্রতিবেদক নাজনীন আক্তার লাকীর স্বামী ইমরাদ তুষার।



সদস্যের স্ত্রীদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ভোরের কাগজের প্রধান প্রতিবেদক আখতারুজ্জামান লাবলুর স্ত্রী এরিনা সুলতানা শিল্পী, দ্বিতীয় দৈনিক কালবেলার বিশেষ সংবাদদাতা আবু বকরের স্ত্রী আনোয়ারা পারভীন, তৃতীয় ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ সংবাদদাতা আজিজুর রহমান রিপনের স্ত্রী হাসিনা সুলতানা।

সদস্যের স্ত্রীদের পিলোপাস প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ সংবাদদাতা আজিজুর রহমান রিপনের স্ত্রী হাসিনা সুলতানা, দ্বিতীয় দৈনিক কালবেলার বিশেষ সংবাদদাতা আবু বকরের স্ত্রী আনোয়ারা পারভীন, তৃতীয় ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাইদ আব্দুল মালিকের স্ত্রী বিলকিস আক্তার।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়