ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নবম ওয়েজবোর্ডের দাবিতে ফের আল্টিমেটাম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ৩০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবম ওয়েজবোর্ডের দাবিতে ফের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : নবম ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নের দাবিতে ফের ১৫ দিনের আল্টেমেটাম দিয়েছেন সাংবাদিকরা। তারা বলেছেন, এই ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার দুপুরে সচিবালয়ের ৫ নং ফটকের সামনে অনুষ্ঠিত সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশে এই আল্টিমেটাম দেওয়া হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠন এই সমাবেশে যোগ দেয়।

সমাবেশে বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। এ মাসে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরাও শোকের মাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের দাবি পুরণ করার জন্য ১৫ দিন সময় দিচ্ছি।’

তথ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ওয়েজ বোর্ড ঘোষণা দেয়া ছাড়া আপনার অন্য কোন পথ খোলা নেই। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে বৈঠকের প্রক্রিয়া অব্যহত রেখেছি।’

সাংবাদিকদেরকে উদ্দেশ্যে করে করে তিনি বলেন, ‘আপনারা সচিবালয়ে যাবেন। সংবাদ কভার করবেন। তবে সচিবালয়ের নবম তলায় তথ্য মন্ত্রণালয়ে যাবেন না। তথ্যমন্ত্রীর কোন অনুষ্ঠান কভার করবেন না। তিনি যত পারেন বিটিভিতে বক্তব্য দিয়ে যাবেন। অন্য কোন টেলিভিশনে তার বক্তব্য প্রচার হবে না। আমরা এসব কর্মসূচির কথা আলাপ আলোচনা করছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চান সাংবাদিকদেরকে মর্যাদা দিতে, সাংবাদিকদেরকে সম্মান দিতে। প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবে চারটি ইফতার মাহফিলে অংশ নিয়ে ওয়েজ বোর্ড দেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন তথ্যমন্ত্রী তার উল্টো বলেন। প্রধানমন্ত্রীর চেতনার সাথে কি তথ্যমন্ত্রীর চেতনা যায়?’
তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএফইউজের সভাপতি বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা নয়। যারা সরকারকে বিব্রত করতে চায় তাদেরকে নজরে আনার জন্য আমাদের এই আন্দোলন।’

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘আমাদের দাবি একটাই, তথ্যমন্ত্রীর পদত্যাগ। সাংবাদিক সমাজ তাকে আর চায় না। কাগজে কলমে তিনি সচিবালয়ে বসে থাকলেও সাংবাদিক সমাজ তাকে বয়কট করেছে।’

ডিইউজে সভাপতি শাবান মাহমুদ বলেন, ‘অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। যেসব প্রতিষ্ঠানের মালিকেরা নবম ওয়েজ বোর্ডের বিরোধীতা করছেন প্রয়োজনে তাদের অফিস ঘেরাও করা হবে। আমরা যে আন্দোলনে নেমেছি তা বান্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুছ আফ্রাদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান মিয়া, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিম আরা মিনু, বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চিফ রুহুল গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৭/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়