ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সরকারের বিরুদ্ধে কথা বলায় আমিনুর নিখোঁজ’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৩০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকারের বিরুদ্ধে কথা বলায় আমিনুর নিখোঁজ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে কথা বলায় কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে ‘গুম করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

‘নিখোঁজ’ ২০ দলীয় জোট নেতা ও কল্যাণ পার্টি মহাসচিব এমএম আমিনুর রহমানের সন্ধান দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে তার দল।

রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বলায় কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে সরকারের জ্ঞাতসারেই গুম করা হয়েছে। তিনি যে গুম-অদৃশ্য হয়েছেন, এটা সরকার জানে।’

আমিনুর রহমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নইলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর।’

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, থানায় নিয়ে যাবে, তাকে পাওয়া যাবে। কিন্তু তিনি হারিয়ে ও অদৃশ্য হয়ে যাবেন কেন? এই অদৃশ্য করার চরিত্র আওয়ামী লীগ সরকারের। কারণ, এই সরকার চায়- কেউ তার বিরুদ্ধে কথা বলবে না, প্রতিবাদ করবে না।’

রিজভী বলেন, ‘এখানে ভিন্নমতের কোনো সুযোগ নেই, এটাই হচ্ছে আওয়ামী লীগের নীতি-দর্শন, রাষ্ট্রনীতি। তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা গুম হবে। ঠিক যেমনিভাবে আমিনুর রহমানকে এখনো পাওয়া গেল না।’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা গুম-খুন করে জনসমাজের মধ্যে ভয়-আতঙ্ক ছড়াচ্ছেন। কিন্তু জনগণ এই ভয়কে জয় করে এক সময় সাহস নিয়ে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তখন আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।’

সভাপতির বক্তব্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম দ্রুত আমিনুর রহমানকে জনসম্মুখে হাজির করার দাবি জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়