ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিতেই চলছে নেইমারের ব্রাজিল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিতেই চলছে নেইমারের ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে নিজেদের দাপট অব্যাহত রেখেছে ব্রাজিল। কনমেবল অঞ্চলে আজ বাংলাদেশ সময় সকালে ইকুয়েডরের মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে সেলেসাওরা।

ঘরের মাঠ অ্যারেনা ডি গ্রেমিওতে লম্বা একট সময় ধরেই শক্তিশালী ব্রাজিলকে আটকে রেখেছিল ইকুয়েডর। চেনা দর্শকদের সামনে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হজম করতে হয়নি তাদের। ম্যাচের ৩৩ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস ডি বক্সে সুযোগ পেয়েও স্বাগতিকদের জালে বল পাঠাতে পারেননি।

তবে গোলশূণ্য প্রথমার্ধের পর মাঠে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। ছন্দে থাকতে এক সঙ্গে জ্বলে উঠেন দলটির তারকা খেলোয়াড়রা। ম্যাচের ৫৬ মিনিটে দানি আলভেজের ক্রস থেকে জেসুস হেডে গোল করার সুযোগ পেলেও ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে রক্ষা করেন গোলরক্ষক।

এদিকে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় তারকা নেইমার ভক্তদের দুর্দান্ত ড্রিবলিংয়ে মাতিয়ে রাখলেও গোলের সুযোগ পাননি। অপেক্ষায় থাকা ব্রাজিল ভক্তদের প্রথমে উচ্ছ্বাসে ভাসান পাওলিনহো। কর্নারে উইলিয়ানের কাছ থেকে পাওয়া বল দুর্দান্ত শটে ইকুয়েডরের জালে পাঠান সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া এ তারকা।



ম্যাচের ৭৬ মিনিটে ব্রাজিলের ব্যবধান দিগুণ করেন ফিলিপ কুতিনহো। জেসুসের হেড থেকে বল পেয়ে স্বাগতিকদের জালে বল পাঠান লিভারপুল এ তারকা।

বিশ্বকাপ বাছাইয়ে রীতিমত উড়েই চলছে ব্রাজিল। চিলির বিপক্ষে হারের পর পিছু তাকাতে হয়নি তাদের। অপরাজিত রয়েছে শেষ ১৪ ম্যাচে। এর মধ্যে টানা ৯ ম্যাচেই জয় পেয়েছে সেলেসাওরা।

কনমেবল অঞ্চলে বাছাইপর্বের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৬ এ। এর ফলে বাছাইপর্বের বাকি তিন ম্যাচে হারলেও তাদেরকে শীর্ষ অবস্থান থেকে ছিটকে ফেলতে পারবে না কোনো দল।




রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়