ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিআরইউয়ের বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধন

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউয়ের বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসব ২০১৭’ এর ইনডোর গেমসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ডিআরইউ মিলনায়তনে এ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসবে যে ক্রীড়া ইভেন্টগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে- ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, স্ক্যাটিং, টেবিল টেনিস, সাঁতার, ক্যারাম, ম্যারাথন, অ্যারচারি, গোলক নিক্ষেপ এবং ব্রিজ। তবে শুধুমাত্র ডিআরইউ সদস্যরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ডিআরইউ  এর পারিবারিক ক্রীড়া উৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ক্রীড়া উৎসবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পরিবার অংশগ্রহণ করে।

এ সময় ডিআরইউয়ের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআরইউ এর সাধারণ সম্পাদক মোরাসালিন নোমানী ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৭/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়