ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৯ম ওয়েজবোর্ডের দাবিতে ২৫ নভেম্বর সাংবাদিকদের মহাসমাবেশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ম ওয়েজবোর্ডের দাবিতে ২৫ নভেম্বর সাংবাদিকদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আগামী ২৫ নভেম্বর মহাসমাবেশ করবেন সাংবাদিকরা।

শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এই কর্মসূচি ঘোষণা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আগে জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে রাজপথে আনন্দ মিছিল করা হবে। মিছিলে যোগ দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি জাফর ওয়াজেদ ও শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৭/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়