ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দৈনিক পূর্বকোণের সম্পাদকের মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৈনিক পূর্বকোণের সম্পাদকের মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

সচিবালয় প্রতিবেদক : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বুধবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, চট্টগ্রামের কৃতি সন্তান, স্থপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিত সাংবাদিককে হারালো। তিনি চট্টগ্রাম তথা বাংলাদেশের সংবাদপত্র জগতে তার মেধা ও সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যু দেশের সংবাদপত্র জগতের জন্য একটি অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়।

প্রবাসীকল্যাণ মন্ত্রী মরহুম তসলিমউদ্দিন চৌধুরীর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মরহুমের বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তসলিমউদ্দিন চৌধুরী।



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়