ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খ্রিষ্টান বৃদ্ধা হত্যায় তিনজনের স্বীকারোক্তি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খ্রিষ্টান বৃদ্ধা হত্যায় তিনজনের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে খ্রিষ্টান বৃদ্ধা মিলু গোমেজকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন- জামির হোসেন, নাইম ইসলাম ও পারভেজ মোশারফ।

এ তিন আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মঙ্গলবার তাদের আদালতে হাজির করে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই ফারুক উল ইসলাম।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আসামি জামির হোসেনের, মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা আসামি নাইম ইসলামের এবং আসামি পারভেজ মোশারফের জবানবন্দি রেকর্ড করেন আরেক মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার এ তিনজনকে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে তেজগাঁও থানার আরজত পাড়ায় নিজ বাড়িতে ঢুকে মিলু গোমেজকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তার স্বামী হিউবার্ড অনীল গোমেজও আহত হন। তিনি আমেরিকান দূতাবাসের স্টোর শাখার প্রাক্তন স্টোর ম্যানেজার ছিলেন। নিহতের চার ছেলের মধ্যে তিনজন কানাডা ও একজন আমেরিকা প্রবাসী।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়