ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই মেহেদীর ‘নতুন’ অভিজ্ঞতা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই মেহেদীর ‘নতুন’ অভিজ্ঞতা

ক্রীড়া প্রতিবেদক : একজন পুরোনো, আরেকজন নতুন মুখ। একজনের কাছে ড্রেসিং রুমটা খুব পরিচিত, রয়েছে নির্দিষ্ট জায়গা। আরেকজনের কাছে ড্রেসিং রুম অপরিচিত, নেই কোনো জায়গা!

জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটাদের ড্রেসিং রুমে নির্দিষ্ট জায়গা, লকারের ব্যবস্থা আছে। যারা অনিয়মিত তাদের জন্য রয়েছে আরেকটি জায়গা। মেহেদী হাসান মিরাজের জায়গাটা নির্দিষ্ট, পুরো পরিবেশ পরিচিত। আর প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পাওয়া মেহেদী হাসানের জন্য পরিবেশটা অপরিচিত।

তাইতো রিপোর্টিং করে নিজে বসার জন্য জায়গা খুঁজতে হয়েছে মেহেদী হাসানকে। নিজ মুখেই শোনালেন সেই অভিজ্ঞতা,‘সবাই সবার চেয়ারে বসে ছিল ড্রেসিংরুমে। আমি কোন সিটে বসবো, সেটা খুঁজে পাচ্ছি না। যেখানেই বসতে চাই, কারো না কারো সিট থাকেই। এতে একটু নার্ভাস ফিল হচ্ছিল। দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ।’

প্রথম দিনের অভিজ্ঞতা সব ক্রিকেটারের এমনই। তবে বাল্যবন্ধু মেহেদী হাসান মিরাজকে পাশে পাওয়ায় মনের শক্তি পেয়েছিলেন মেহেদী। দুই বন্ধুর বন্ধুত্বের গল্প শুনিয়েছেন মিরাজ,‘ওর নাম মেহেদী, আমারও। একই নামের দুজন একই সঙ্গে জাতীয় দলে। আসলে নতুন একটা অভিজ্ঞতা…মেহেদী আমার খুবই ক্লোজ বন্ধু। আমি এবং ও অনূর্ধ্ব-১৪ থেকে একসঙ্গে খেলেছি। খুলনা বিভাগের হয়ে একসঙ্গে খেলছি। খুব ভালো লাগছে ও জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়েছে। ভালো লাগছে খুলনা থেকে আরও একজন ক্রিকেটার উঠে এসেছে।’

মিরাজ আজকের দিনটা দেখে ফেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে। ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পরপরই তার মাথায় উঠে টেস্ট ক্যাপ। মেহেদী হাসান প্রথমবারের মতো ডাক পেয়ে বেশ রোমাঞ্চিত,‘সকালটা একটু রোমাঞ্চকর ছিল। যেহেতু প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছি। সকালের নাস্তা থেকে শুরু করে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা অন্যরকম ছিল।’

৩২ জনের দলে ডাক পাওয়ায় মেহেদী হাসান বেশ রোমাঞ্চিত। আত্মবিশ্বাসী কন্ঠে বলেছেন,‘চূড়ান্ত দলে যেই আসুক না কেন সবাই সবার সেরাটাই দিতে চাইবে। শতভাগের চেয়ে বেশি দিতে হলে আমি সেটাই দিব।’

বন্ধু মেহেদী হাসান চূড়ান্ত দলে থাকবেন কিনা তা চূড়ান্ত নয়। অটোমেটিক চয়েজ মিরাজ শুভকামনা জানাতে ভুল করেননি,‘ওকে আমি ছোটবেলা থেকে চিনি।আশা করবো জাতীয় দলে ও ভালো কিছু করুক।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়