ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইমরুল-সাব্বির-সৌম্যর চোট গুরুতর নয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইমরুল-সাব্বির-সৌম্যর চোট গুরুতর নয়

সাব্বির রহমান

ক্রীড়া প্রতিবেদক : মিরপুরে শুক্রবার অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান ও সৌম্য সরকার। তবে তিনজনের কারও চোটই গুরুতর নয়।

চোট নিয়ে ইমরুল বলেছেন, ‘এটা গুরুতর নয়। আজকে হয়তো লাগছে, আমার মনে হয় সবাই কাল প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে।’

একই কথা বললেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও, ‘বড় কিছুই নেই। সাব্বির তো একটু পরেই আবার ব্যাটিং করল। সবই ঠিক ছিল। আর ক্রিকেট অনুশীলনে এমন একটু আধটু আঙুলে লাগবেই। বলের খেলা বল আসবেই। বড় কিছু না।’

ত্রিদেশীয় সিরিজের অংশ হিসেবে শনিবার মিরপুরে নিজেদের মধ্যে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। লাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান, আর সবুজ দলকে মাশরাফি বিন মুর্তজা।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি।




রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়