ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিআরইউ সদস্য সন্তানদের বিশেষ কারাতে প্রশিক্ষণ ক্যাম্প

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউ সদস্য সন্তানদের বিশেষ কারাতে প্রশিক্ষণ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : ডিআরইউ সদস্য সন্তানদের বিশেষ কারাতে প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন হয়েছে।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ও ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। এছাড়া কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো. সোলাইমান বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল, বিশিষ্ট কারাতে সংগঠক ইকবাল হোসেন এবং কোচ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

 


ডিআরইউ ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, কল্যাণ সম্পাদক কাওসার আজম, সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ।

ডিআরইউ বিশেষ কারাতে প্রশিক্ষণ ক্যাম্পে মোট ৪৩জন সদস্য সন্তানের নাম নিবন্ধন করা হয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সন্তানদের এই প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। বিশেষ এই প্রশিক্ষণ চলবে তিন মাস।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়