ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ রাখা যাবে না

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ রাখা যাবে না বলে হুঁশিয়ার করেছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ প্রতিদিন আয়োজিত দেশের দুই খ্যাতিমান সম্পাদক নঈম নিজাম ও শ্যামল দত্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

ডিইউজের সভাপতি শাবান মাহামুদ বলেন, এভাবে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ রাখা যাবে না। এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।

তিনি বলেন, সংসদ সদস্যরা চুরি করবে, আর তাদের বিরুদ্ধে লেখা যাবে না। তাহলে সাংবাদিকদের কাজ কী হবে?

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, সরকারি দলের কিছু লোক সাংবাদিকদের পেছনে লেগেছেন। যারা সাংবাদিকদের পেছনে লেগেছেন তারা সাবধান হয়ে যান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউর অর্থবিষয়ক সম্পাদক মানিক মোনতাসির প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৮/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়