ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবুল হাসান সাহিত্য পুরস্কার ঘোষণা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবুল হাসান সাহিত্য পুরস্কার ঘোষণা

সাহিত্য ডেস্ক: ঘোষণা করা হলো ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার-২০১৭’-এর বিজয়ীর নাম। ‘অহম ও অশ্রুমঞ্জরি’ কবিতার পাণ্ডুলিপির জন্য পুরস্কার পেলেন কবি অনুপম মণ্ডল।

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি বাংলাভাষী লেখকদের উদ্দেশে পাণ্ডুলিপি আহ্বানের পর এই আয়োজনে ভারত ও বাংলাদেশ থেকে মোট ১২৯টি পাণ্ডুলিপি জমা পড়ে। তা থেকে তিন ধাপে বাছাইয়ের পর ৪ সদস্যবিশিষ্ট জুরিবোর্ডের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হয় পুরস্কৃত এই পাণ্ডুলিপি। উল্লেখ্য যে, পুরস্কারটি প্রবর্তন করেছে অনলাইন সাহিত্যপত্রিকা ‘পরস্পর’ এবং প্রকাশনা সংস্থা ‘অগ্রদূত অ্যান্ড কোম্পানি’। পুরস্কারটির আর্থিক সহযোগী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

আজ ২৩ ফেব্রুয়ারি, বিকেলে এক সংবাদ সম্মেলনে পুরস্কার কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ পুরস্কার ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জুরিবোর্ডের সদস্য রাজু আলাউদ্দিন, চঞ্চল আশরাফ, ষড়ৈশ্বর্য মুহম্মদ ও তারিক টুকু এবং পুরস্কার কমিটির অন্যান্য সদস্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহেল হাসান গালিব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়