ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডিআরইউর বিক্ষোভ সমাবেশ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডিআরইউর বিক্ষোভ সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সম্প্রতি সাংবাদিকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।

প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে ডিআরইউর বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য দেন। সমাবেশে ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রাজধানীর নয়াপল্টনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক কামরুল হাসান ও কিরণ শেখকে নির্যাতন করে পুলিশ। এছাড়া কিছু দিন আগে সাংবাদিক সোহেল সানী হামলার শিকার হন। প্রায়ই হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। এর কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার না হওয়ায় নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলছে।

অনতিবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়