ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন চলছে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন চলছে

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক নির্বাচন।

জাতীয় প্রেসক্লাবে বুধবার সকাল ৮টায় শুরু হওয়া নির্বাচন শেষ হবে বিকেল ৫টায়।

নির্বাচন কেন্দ্র করে প্রেসক্লাব প্রাঙ্গণ ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। সব প্রার্থী নিজেদের ছবি যুক্ত ব্যানার টানিয়েছেন। লাইন ধরে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীর সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন হাতে প্রচারপত্র নিয়ে। কেউ একজন ভোট দিতে গেলে, তার হাতে দেওয়া হচ্ছে প্রচারপত্র। শান্তিপূর্ণভাবে চলছে সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের ভোট যুদ্ধ।

ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেন। এবার ভোটার সংখ্যা ৩ হাজার ২৩৩ জন।

এবারের ডিইউজে নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংবাদিকদের প্যানেল হলো- আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু, আতাউর রহমান-এম এ কুদ্দুস, কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী এবং জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল প্যানেল।

এ ছাড়া প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ৫ জন। তারা হলেন- অমিয় ঘটক পুলক, অনুপ খাস্তগির, রওশন ঝুনু, সেবীকা রানী ও গাজী জহিরুল ইসলাম।

এদিকে সহসভাপতি পদে লড়াই করছেন আল আব্বাস, কাজী মোহাসীন, খন্দকার মোজাম্মেল হক, বরুণ ভৌমিক নয়ন ও মঞ্জুশ্রী। যুগ্ম সম্পাদক পদে লড়াই করছেন, খায়রুল আলম, আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিয়া ও শামীমা আক্তার।

নির্বাহী সদস্য ৯ পদের বিপরীতে প্রার্থী লড়াই করছেন ৩৪ জন।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৮/সাওন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়