ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চলে গেলেন শিক্ষাবিদ ও সমাজসেবী রেবেকা সুলতানা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলে গেলেন শিক্ষাবিদ ও সমাজসেবী রেবেকা সুলতানা

সাহিত্য ডেস্ক : শিক্ষাবিদ ও সমাজসেবী রেবেকা সুলতানা গত রোববার রাত ১০ টায় বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন হলো বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

তাঁর মরদেহ গতকাল সোমবার রাতে ঢাকা থেকে যশোরে স্থায়ী ঠিকানায় নিয়ে যাওয়া হয়। এ সময় যশোর উপ-শহরের ডি-ব্লকে অবস্থিত তার বাসায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সুহৃদরা তাকে শেষ বারের মতো দেখাতে ভিড় জমান। অনেকে এ সময় তার কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্বজনদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

বাদ জোহর বি-ব্লক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ঘোপ কবর স্থানে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন করা হয়। মরহুমা রেবেকা সুলতানা মৃত্যুকালে এক পুত্র কবি রেজাউদ্দিন স্টালিন, কন্যা  কবি সুহিতা সুলতানা, অপর কন্যা শিল্পী সেতারা এলিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রেবেকা সুলতানা রত্নগর্ভা মা ও জয়তী পুরস্কারে ভূষিত হয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনায় আগামী কাল বাদ আসর উপশহর বি-ব্লক মসজিদে কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়