ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিরাজদিখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধসে আহত ৫

শেখ মোহাম্মদ রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজদিখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধসে আহত ৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কাম লাইব্রেরি কক্ষের ফ্লোর ধসে পাঁচজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১০টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আহতরা হলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মহিউদ্দিন আল হোসানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, কেয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, কেয়াইন ইউপি সাবেক সদস্য নুরুল ইসলাম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার ওই কক্ষের কিছু অংশ ধসে পড়লেও কোনো হতাহত হয়নি। খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মহিউদ্দিন আল হোসানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, কেয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, কেয়াইন ইউপি সাবেক সদস্য নুরুল ইসলাম রোববার সকালে পরিদর্শনে যান। এ সময় আবার বেশ কিছু অংশ নিয়ে ধসে পড়লে তারা ৫-৬ ফিট গভীরে দেবে যান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বালুতে চাপা পড়েন। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, ড্রেনের পানি দীর্ঘদিন ধরে নিচ দিয়ে যাওয়ায় ফ্লোরের বালি সরে গিয়ে ফাঁকা হওয়ায় এ ঘটনা ঘটেছে। ঠিক না করা পর্যন্ত এখন ক্লাস করা সম্ভব নয় ।




রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/২৪ জুন ২০১৮/শেখ মোহাম্মদ রতন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়