ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বার কাউন্সিলের নেতৃত্বে ইউসুফ হোসেন হুমায়ুন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার কাউন্সিলের নেতৃত্বে ইউসুফ হোসেন হুমায়ুন

নিজস্ব প্রতিবেদক : আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব  পেয়েছেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। নির্বাচিত প্রতিনিধির মধ্যে ভাইস চেয়ারম্যানই সব্বোর্চ পদ।

শনিবার দুপুরে বার কাউন্সিল ভবনে সাধারণ সভা শেষে   ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়নের নাম ঘোষণা করা হয়।

বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম তার নাম ঘোষণা করেন।

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক। তিন বছরের জন্য ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

গত তিন বছর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল বাসেত মজুমদার। এবারের বার কাউন্সিলের নির্বাচনে ১৪ পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছে সরকার সমর্থকরা। আর বিএনপি সমর্থিতরা পেয়েছেন দুটি পদ।




রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়