ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাফর ওয়াজেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাফর ওয়াজেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য ও জনকন্ঠের সহকারী সম্পাদক জাফর ওয়াজেদের বিরুদ্ধে কুষ্টিয়ায় হয়রানিমূলক মামলা করায় নিন্দা জানিয়েছেন ডিআরইউ নেতৃবৃন্দ। এ বিষয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এক বিবৃতিতে বলেন, সাবেক ছাত্র নেতা ডাকসুর সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ সত্য প্রকাশে সব সময় নির্ভীক। সম্প্রতি বিএফইউজে’র অনুমোদন পাওয়া কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতা রাশেদুল ইসলাম বিপ্লব রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে সৎ, নির্ভীক ও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত সাংবাদিক জাফর ওয়াজেদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন। সাংবাদিকতার ইতিহাসে এটা অত্যন্ত জঘন্য ও খারাপ দৃষ্টান্ত।

অবিলম্বে জাফর ওয়াজেদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়